Bengali Famous Story | গল্পগুচ্ছ | মনিকা চক্রবর্তী | Top New 2023

Sharing Is Caring:
Bengali Famous Story

বেনী-আসহ-কলা – মনিকা চক্রবর্তী [Bengali Famous Story]

কাউকে দেখার তীব্র আকাঙ্ক্ষাও যে কখনো জাগতে পারে, জানা ছিল না বসুধার।যখন থেকে অন্তরীক্ষের সাথে বসুধার কথা, শুনা,ভাবের আদান-প্রদান শুরু হয়েছিল, বসুধা যে কি অদ্ভুত রকম আবেগ অনুভব করতো। অন্তরীক্ষকে একটি বার দেখার আকুলতা, সারা সপ্তাহ-জুড়ে সে অপেক্ষা।
আরে, এও কি সম্ভব! যে মেয়ে কখনো আগে কাউকে ভালোবাসার কথা ভাবতেও সাহস করতো না, সে কিনা আজ এতো ব্যাকুল অন্তরীক্ষের ভালোবাসায়।

বসুধার ভাবোদয় হয়। আচ্ছা! অন্তরীক্ষ কি কখনো এমন তীব্রতা নিয়ে সপ্তাহ-জুড়ে অপেক্ষা করতো? হয়তো বা হ্যাঁ অথবা, কি জানি, তা অন্তরীক্ষই ভালো বলতে পারতো। অন্তরীক্ষর সাথে বসুধার কথা হয় না অনেক, অনেক দিন হলো। ঠিক কি কারণে ওদের মাঝে এতোটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা এক বিধাতা আর হয়তোবা অন্তরীক্ষই ভালো বলতে পারবে। বসুধার জানা নেই।আজ হঠাৎ এত কথা কেন মনকে নাড়া দিচ্ছে।।

ইউনিভার্সিটির কিছু কাজে এসে বসুধার মনে হলো, এই জায়গাটায় ও আগেও এসেছিল। নিজের জন্য নয়। অন্তরীক্ষের জন্য। কতটা ভালোবাসায় মোহিত থাকলে ঐসময়ের কিছু মানুষের কটু কথাও ও হজম করতে পেরেছিল। এমনকি, একদিন অঝোরে বৃষ্টি, এদিকে লোকের কটু কথার বান, অন্যদিকে অন্তরীক্ষকে ফোনে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ যখন পাওয়া গেল তখন জানা গেল অন্তরীক্ষের অফিসে সমস্যা চলছে, বসুধা অপেক্ষা না করে যেন চলে যায় … সাথে দু’ একটা কথাও শোনালো কেন আজ বসুধার ফোনটি রিসিভ করতে গেল। তাহলে তার অফিসে এতটা জেরার মাঝে পরতে হতো না। বৃষ্টি, কটু কথা, অন্তরীক্ষের তিরস্কার -বসুধার ভাবতে সময় লাগলো কিসের জন্যে আজ বসুধা এ পুরষ্কার পেল। অথচ এর আগে যদি ওকে, কেউ কাউকে জড়িয়ে কথা বলতো ও সটান চার, পাঁচটা কড়া জবাব দিয়ে তবেই বাড়ি ফিরতো। সেদিন পারেনি। ভালোবেসেছিল বলেই কি!! নিজেকে বড় ধিক্কার দিতে ইচ্ছে করছিল বসুধার।

ভালোবাসার অনেক রং হয়। শুধু ভালোবাসা কেন, কথাটা হবে জীবনের অনেক রং হয়। তাইতো ওর প্রিয় রং-রঙ্গধনু। কখনো নীল, কখনো লাল, কখনো বা সাদা-কালো। তাতে কি জীবন থেমে থাকে? না! জীবন তার গতি ঠিক খুঁজে পায়।তাইতো একপশলা বৃষ্টির পরে বেনী-আসহ-কলা কতটা সৌন্দর্য নিয়ে নীল আকাশে তার আলোকছটা ছড়ায়। মানুষ বদলায়। কারণে, অকারণে বদলায়। ভালোবাসাও বদলায়। বসুধা সেই বৈচিত্র্যতাকে সঙ্গে নিয়ে তার রংধনুর তুলিতে আঁচড়ে তুলেছে তার প্রতিটি সময়কে। অন্তরীক্ষের প্রতি তার আগেও রাগ,জেদ এতোটা আসতো না।যেটা অন্তরীক্ষ নিজের জন্য ভালো মনে করেছে ও সেটাই করেছে। তাতে দোষের কিছু আছে কি? শুধু ছেড়ে যাওয়ার দিনের যুক্তিগুলো বড় অদ্ভুত ঠেকেছে। যে কিনা একদিন নিজেই বুঝিয়েছিল ভালোবাসা থাকলে বছরের পর বছর অপেক্ষাও করা যায়।সত্যি!!, হয়তো বসুধার ভালোবাসার তীব্রতায় অন্তরীক্ষ ধৈর্য্য, বিশ্বাস কোনোটাই রাখতে পারেনি অথবা ওদের মাঝে এতোটা টান ওরা হয়তো ততদিনে গড়ে তুলতে পারেনি। বসুধা যখন বলতো আমার তিনটা বছরের অপেক্ষা, স্বপ্ন তোমাকে ঘিরে, সেটা অন্যজনের দিকে একবছর।। মাত্র একবছর!!! এ এমন কিছু না। কিছু কথা,কিছু কমিটমেন্ট, আর ঔই যে একজনের তরফ থেকে একতরফা তীব্র ভালোবাসার তাপ। সম্পর্কের শুরু দুজন মানুষের অনুমতি সাপেক্ষে হলেও শেষে দায়ভারটা …

সুখে থাকার মন্ত্র সবাই আগে থেকে ঠাওর করতে পারে না। অন্তরীক্ষ হয়তো খুঁজে পেয়েছিল। ঈশ্বর সর্বশ্রেষ্ঠ বিচারক।হয়তো সময় ও ঈশ্বর সাক্ষী হয়ে সবকিছুর উত্তর একদিন ঠিকই মিলিয়ে দিবেন। আপাতত বসুধার অত ভাবার ফুসরত বা ইচ্ছে কোনোটাই নেই। ইউনিভার্সিটির এই চত্বরটা ওর অনেক প্রিয়। জীবনের সব অংকের হিসেব সবসময় মেলে না। আর কখনো কাউকে নিজের সমস্ত স্বত্বা দিয়ে ভালোবাসতেও হয় না। আর বাসলেও তার তীব্রতা প্রকাশ করতে হয় না। এই পৃথিবীতে যারা যত বেশি অভিনয় করে,কৌশলী হয়ে চলতে জানে তারাই জয়ী। বসুধা পুরোনো স্মৃতি ধরে হাঁটতে হাঁটতে আনমনে বলতে শুরু করলো …
জয়ী তারাই হয় যারা সময়ের সাথে চলে হাওয়ার বেগে …
আর পরাজিতরা কেঁদে কেঁদে উঠে আবেগের বশে … (অন্তরীক্ষ)।
যে পথের দিশা খুঁজে নিয়েছ সে পথে ভালো থেকো অন্তরীক্ষ .. বসুধা।।

অনুভূতি – মনিকা চক্রবর্তী [Bengali Famous Story]

রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে মনিদীপার মনে হচ্ছে, আজ বাড়ি আর না ফিরি।রাস্তাটা বড় অদ্ভুত সুন্দর। বাড়ি গেলে আবার সেই বদ্ধ শেকল, ইট পাথরের বন্দীশালা।তার চেয়ে আজ বরং কিছু সময় রাস্তাতেই কাটাই।প্রশস্ত রাস্তা, বিশাল নীল আকাশ,সামনে কিছু শিশু খেলছে।বড় রাস্তা হলেও ফুটপাত ধরে কিছু বস্তি দেখা যাচ্ছে।মনে হচ্ছে এখানকারই কিছু বাচ্চা। ওদের দিকে তাকাতেই মনিদীপার মনে হচ্ছিল ওদের মাঝে পাওয়া না পাওয়ার কোনো ক্লান্তি নেই। চোখে মুখে বড় সুখের আলো। হয়ত আরামদায়ক কোনো ঘর নেই, খাবারের কোনো ঠিক নেই, পরার মত অনেক জামাকাপড় নেই। অথচ চোখে মুখের সেই হাসি বড় অদ্ভুত সুন্দর,মায়াময়, প্রশান্তির। এত আলো এত সুন্দর পৃথিবী।আর সে কিনা পরে আছে কিছু চাওয়া পাওয়ার শেকলে। বড় বোকা লাগছিলো নিজেকে। কত কিছু করার আছে এদের জন্য, এটা তার নাগরিক দায়িত্ব। বাচ্চাগুলো কে দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ কঠিন জীবন তাদের, অথচ কি সহজ করেই মেনে নিয়ে কাটিয়ে যাচ্ছে, কিছু সময় পার না হতেই তার মনে আবার সে চিন্তা ভর করে বসল। এত জটিল সমীকরণের জীবন কি সে কখনো চেয়েছিল।খুব বেশি কি চেয়েছিল। আকাশচুম্বী স্বপ্নও কি ছিলো!!কেন সবাই সবকিছু নিখুঁত করে চায়। পৃথিবীতে সবাই কি নিখুঁত হয়ে আসতে পারে? এই যে বাচ্চাগুলো খেলছে ওদের জীবনে যেখানে অন্ন জোটাও ভার সেখানে নিজেকে আর নিখুঁত করে গড়ে তলার প্রতিযোগিতা ওদের কাছে কেমন বেমানান।তাহলে আমি কেন পারছি না। নিজের উপর একেবারেই নিয়ন্ত্রণ নেই।আজ সকালেও অফিসে কাজের মাঝে এক মেয়ে এসে তার জীবনের অনেক সংগ্রামের কথা অবলীলায় বলে যাচ্ছিল। বাবাটা কোন এক জটিল মামলায় জড়িয়ে পড়েছিল, দশ লক্ষ টাকা লেগেছিল বাবাকে ছাড়িয়ে আনতে। একমাত্র উপার্জনক্ষম বাবার এ পরিস্থিতিতে তিন বেলা পরিপূর্ণ খাবার জোটাটাও দায় হয়ে পড়ছিল।এত সব কথ বলার সময় তার চোখ বার বার ভিজে আসছিল ঠিকই, কিন্তু গড়িয়ে পড়তে দিচ্ছিলো না কোনোভাবেই। কতটা সইতে পারলে,কতটা যুদ্ধ সামলে আসতে পারলে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে।নিয়ন্ত্রণ!!!!! এই একটা বেপার এ শুধু শুধরে নেয়া উচিত। অনেক অনেক করে শুধরাতে হবে নিজেকে। নিজের আবেগের কাছে হারতে দেয়া যাবে না নিজেকে। ভাবতে ভাবতেই মনিদীপা আবার ফিরে আসে বাচ্চাদের মাঝে।। ওরা তখনো খেলেছিল।কি মায়াময় এ পৃথিবী, কখনো সরল, কখনো এক জটিল রহস্যময় সমীকরণের জীবন।সকল চাওয়া পাওয়া সব ছাইপাঁশ মনে মনে বিসর্জন দিয়ে মনিদীপা নিজের উপর নিয়ন্ত্রণ এনে বলে অনেক হয়েছে, আর না!! বাচ্চাদের মাঝে মনিদীপা নিজেকে মুক্ত করে দিয়ে মিশে গেল,ওদের সাথে তাল মিলিয়ে খেলতে শুরু করলো। জীবন সুন্দর ভাবনাহীন। প্রতিক্ষাবিহীন। মনি তার দীপের নিজস্ব আলোয় আবার পথের দিশা খুঁজে নিবে। অবশ্যই নিবে।কারণ সে জানে সে হারবার নয়।

মনিকা চক্রবর্তী | Monika Chakraborty

Driving Experience Canada 2023 | ড্রাইভিংয়ের যত কেচ্ছা (কানাডা পর্ব – ১১ এবং শেষ)

Shankhakshetra Puridham and Madala Panji | শঙ্খক্ষেত্র পুরীধাম ও মাদলা পাঁজির রাজবৃত্তান্ত

Natun Bangla Kabita 2023 | তন্ময় দাস | Top New Poetry

Natun Bangla Kabita 2023 | প্রতিম ঘোষ | Top New Poetry

Bengali Famous Story | Sabuj Basinda | High Challenger | Bengali Famous Story 2023 | Shabdodweep Bengali Famous Story | New Bengali Famous Story | Bengali Famous Story in pdf | Bengali Famous Story – audio | Bengali Famous Story – video | Bengali Famous Story mp3 | Full Bengali Famous Story | Bengali Famous Story – Monika Chakraborty

2 thoughts on “Bengali Famous Story | গল্পগুচ্ছ | মনিকা চক্রবর্তী | Top New 2023”

  1. Not many people can write this way… you have the ability to describe it through artistic feelings .. not many people can do that
    Keep it up

    Reply

Leave a Comment